মার্গারিটা মামুন জন্মগ্রহণ করেন মস্কোতে। বাবা আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশী। ছোটবেলায় বাবার কাছে বাংলা চর্চাও করেছেন মার্গারিটা। যদিও এখন সবটাই ভুলেছেন। তবে এখনো গুনতে বললে বাংলায় ১ থেকে দশ পর্যন্ত গুনতে পারেন।
মায়ের দেশ রাশিয়াতেই জন্ম এবং বেড়ে উঠেছেন মার্গারিটা, সেখানেই নিজেকে প্রশিক্ষিত করেছেন। সেই রাশিয়ায় প্রশিক্ষণ নিয়েই আজ অলিম্পিকের স্বর্ণের মেডেল তার ঘরে। বাবা আব্দুল্লাহ আল মামুনের জন্মভূমি বাংলাদেশের জন্য ভালোবাসা তীব্র।
বাংলাদেশে নিজের অনেক অনেক ভক্তের কথা শুনে মার্গারিটা বলেন, বাংলাদেশে এত ভক্ত আছে জেনে খুব ভালো লাগছে।
Read More News
দ্বৈত নাগরিকত্ব থাকায় মার্গারিটা জুনিয়র লেভেলে কিছুদিন বাংলাদেশের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র লেভেলে তিনি অংশ নেন রাশিয়ার হয়ে। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়েও এখন এক নম্বরে আছেন মার্গারিটা।

Sildenafilgenerictab News Bangla News Paper