পুলিশ বলছে, হবিগঞ্জের একটি গ্রামে স্টার জলসার ধারাবাহিক নাটক ‘কিরণমালা’ দেখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১৪ রাউন্ড শটগানের গুলি আর টিয়ারগ্যাস ছুঁড়তে হয়েছে।
তবে স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, নারী ও শিশুসহ এই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে।
Read More News
হবিগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ. ইয়াসিনুল হক বিবিসিকে জানান, ঘটনার সূত্রপাত হয় বুধবার রাতে। ধল গ্রামের একটি চায়ের দোকানে বসে গ্রামের কয়েকজন বাসিন্দা বসে টেলিভিশনে ভারতীয় ধারাবাহিক কিরণমালা দেখছিলেন। এ সময় ধারাবাহিকটির কিছু বিষয় নিয়ে কয়েকজনের মধ্যে তর্ক শুরু হয়। সেই তর্ক সে সময় হাতাহাতিতে গড়ালেও তাদের থামিয়ে দেয়া হয়।
”কিন্তু এর জের ধরে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষ থামাতে পুলিশ নয় রাউন্ড শটগানের গুলি আর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়।” বলেন মি. হক।
এ ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছে, যাদের অনেককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তবে এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে কিরণমালার মতো পোশাক কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে।
সূত্র : বিবিসি বাংলা