দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিমুলিয়া ও কাওড়াকান্দি রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে পাটুরিয়া ও দৌলতদিয়া দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক জানান, বৈরি আবহাওয়ার কারণে সকাল থেকে পদ্মা নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এতে শিমুলিয়া ও কাউড়াকান্দি নৌ-রুটে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধের ঘোষণা বিআইডব্লিউটিএ।
এদিকে, নদী উত্তাল থাকায় রাত সাড়ে ৮টার দিকে ফেরি চলাচলও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
Read More News
পদ্মায় প্রবল ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে, দুপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। তবে যাত্রী পারাপারে ইউটিলিটি ও কে-টাইপ ফেরি চলাচল করছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।