আজ সোমবার দুপুরে উদ্ধার হওয়া ভারতীয় বন্য হাতি বঙ্গ বাহাদুর অসুস্থ হয়ে পড়েছে। উদ্ধার হবার পর পাঁচ দিনেও হাতিটিকে নিরাপদ স্থানে সরানো যায়নি। বর্তমানে বিপাকে পড়েছে বন বিভাগের কর্মকর্তারা।
বন্য হাতিটিকে গত বৃহস্পতিবার চেতনানাশক ব্যবহার করে উদ্ধার করে বনবিভাগের উদ্ধারকারী দল। এরপর থেকে হাতিটি সরিষাবাড়ি উপজেলার কয়ড়া গ্রামে রয়েছে। পাঁচ দিনেও এটিকে বশে আনতে পারেনি উদ্ধারকারীরা। উদ্ধারের পর দু’দফা দড়ি ও শেকল ছিড়ে ছুটে যায় হাতিটি। সর্বশেষ রবিবার আবার চেতনানাশক দিয়ে হাতির চার পায়ে শেকল ও ডান্ডাবেড়ী পরানো হয়। হাতিটি এখন কয়ড়া গ্রামের কর্দমাক্ত খোলা মাঠে রয়েছে।
বন কর্মকর্তারা জানিয়েছেন, বিরুপ পরিবেশের কারণে হাতিটিকে নিরাপদ স্থানে সরানো যাচ্ছে না। এক কিলোমিটারের মধ্যে কোন রাস্তা নেই। হাতিটিকে স্থানান্তর করতে হলে প্রথমেই ট্রাক যাবার মতো বড় রাস্তায় নিতে হবে। হাতিটি বশে না আসায় সেটা সম্ভব হচ্ছে না। সাফারী পার্ক থেকে দু’টি পোষা হাতি আসার কথা থাকলেও সেগুলো এখনো এসে পৌঁছায়নি।
এদিকে আজ দুপুরের দিকে হাতিটি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ে। পায়ে শক্ত বাঁধন ও শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ায় হাতিটি দুপুরের দিকে শুয়ে পড়ে। তার চিকিৎসা চলছে।
Read More News