গত ২৮ জুন বন্যার পানিতে ভেসে ভারতীয় হাতি বাংলাদেশে ঢুকে পড়ে। এক মাসের বেশি সময় ধরে হাতিটি কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও জামালপুর জেলার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে।
বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় দলছুট হাতিটি উদ্ধারের জন্য সেদেশের একটি প্রতিনিধিদল এখন জামালপুরে অবস্থান করছে। আজ বৃহস্পতিবার দুপুরে তারা জামালপুরে পৌঁছায়। তার পরই তারা হাতিটিকে দেখতে সরিষাবাড়ি উপজেলার চরাঞ্চলে যায়।
আজ হাতিটি সরিষাবাড়ি উপজেলার ঝালোপাড়া এলাকায় অবস্থান করছিল। হাতির ভয়ে ঝালোপাড়াসহ আশপাশের গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। হাতিটিকে পর্যবেক্ষণে রেখেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি টিম।
Read More News
ভারতীয় প্রতিনিধিদলের সদস্য বলেন, হাতিটি এখন পানির মধ্যে রয়েছে। চারদিকে বন্যার পানি। এ অবস্থায় কিছু করা যাবে না। হাতিটিকে ডাঙ্গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি একে ডাঙ্গায় নিয়ে যাওয়া যায় তাহলে উদ্ধারের পদক্ষেপ নেওয়া যাবে।