আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নতুন জঙ্গি সংগঠন আল আনসারের প্রধান সমন্বয়কারীসহ পাঁচজনের তিনদিনের রিমান্ড দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Read More News
রিমান্ডকৃতরা হলেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী মাওলানা মো. রাশেদুল আলম, আব্দুল্লাহ আল মামুন ,আবু বকর মনির, রাইসুল ইসলাম ও আব্দুল মালেক।
গতকাল বুধবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।