ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এর জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 

জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে আজ রোববার এ স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

মোহাম্মদ রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের পক্ষে আদালতে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
Read More News

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, এ আদেশের ফলে আপাতত মুক্তি পাচ্ছেন না আসামিরা। হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ পেলে জামিন বাতিলে লিভ টু আপিল করবেন বলেও জানান তিনি।

গত ২০ জুলাই বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ শর্ত সাপেক্ষে এ দুজনের জামিন মঞ্জুর করেন।

এর পর জামিন স্থগিত চেয়ে আবেদন জানায় দুদক। গত ২৪ জুলাই এ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে ৩১ জুলাই শুনানির দিন ধার্য করেন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দারের আদালত।

দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই অর্থ পাচার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।

এ দুই মামলায় আসামিরা ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তাঁরা কারাবন্দি রয়েছেন।

এর আগে দুই আসামি জামিন চেয়ে আবেদন জানালে ২০১৪ সালের আগস্টে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁদের কেন জামিন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন। পরে ২০১৫ সালের ১৩ মে সে রুল খারিজ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *