মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, কল্যাণপুরের জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা ও গুলিসহ নানা ধরণের অস্ত্র রয়েছে। আমি ঘটনাস্থল দেখে চলে আসছি। বর্তমানে একটি টিম বোমা-অস্ত্র-গুলি নিষ্ক্রিয় করার কাজ করছে।
অপারেশন ‘স্টর্ম টোয়েন্টি সিক্স’ নামে পুলিশ, র্যাব, সোয়াট ও ডিবি’র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে ঘটনাস্থলে ৯ জঙ্গি মারা যান। একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
Read More News
হাসান নামে ২৫ বছর বয়সী ওই তরুণকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেলের নিবন্ধন খাতায় হাসানের বাবার নাম লেখা হয়েছে রেজাউল করিম। বাড়ি বগুড়ার জীবননগরে। সেখানে লেখা হয়েছে তার পায়ে গুলি ও মাথায় জখমের চিহ্ন রয়েছে।