একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেমের রিভিউ আবেদনের শুনানির তারিখ পিছিয়ে ২৪শে আগস্ট নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সময়ের আবেদন মঞ্জুর করে ২৪ অগাস্ট শুনানির দিন ঠিক করে দেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
Read More News
এর অাগে গত ২১ জুন চেম্বার আদালত শুনানির জন্য এই দিন ধার্য করেন। আপিল বিভাগের আজকের কার্যতালিকায় রিভিউ আবেদনটি ৬৩ নম্বরে রয়েছে। গতকাল সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এই কার্যতালিকা প্রকাশিত হয়।