পাকিস্তানি মডেল আরশি খান এবার আফ্রিদিকে ছেড়ে ধরেছেন বলিউড হিরো সালমান খানকে। সালমানের জন্য নিজের অর্ধনগ্ন একটি ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, এটা আমার ডার্লিংয়ের জন্য। আশা করছি তোমার পছন্দ হবে।
কিন্তু, কেন এই অর্ধনগ্ন ছবি পোস্ট? আরশি ঘোষণা দিয়েছেন, সালমান খানের জন্য তিনি নগ্ন হতে চান। আর এই অর্ধনগ্ন ছবি তার ট্রেলার।
Read More News
ছবি পোস্ট করে সালমানকে ট্যাগ করতেও ভোলেননি আরশি। আলোচনায় আসতেট্যাগ করেছেন ‘এবিপি’কেও। এই লিস্টে রয়েছে ভারতের আরও কয়েকটি সংবাদমাধ্যম। অনেকেই মনে করছেন স্রেফ প্রচারে থাকতেই আরশি এমন কাণ্ড করে চলেছেন।
পূর্বে শাহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্ক, তার শয্যাসঙ্গী এমনকি তার সন্তানের মা হওয়ার খবর দিয়ে সর্বত্র আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন পাকিস্তানি মডেল আরশি খান। তবে শেষ অবধি সে সব খবর টেকেনি। এরপর আফ্রিদিকে বিয়ের প্রস্তাবও দেন আরশি। নানা বিতর্ক তৈরি করে বরাবরই লাইমলাইটে থাকতে চেয়েছেন পাকিস্তানি এ মডেল।