ফ্রান্সের নিসে পপ তারকা রিহানার কনসার্টে ছিল। শান্তি ও ভালবাসার বার্তা দিতে দেশে দেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। বুধবার ইতালির মিলানে অনুষ্ঠান সেরেই নিসে পৌঁছন তিনি। কিন্তু বৃহস্পতিবার ট্রাক হামলায় ৮৮ জনের মৃত্যুর ঘটনায় তা বাতিলের সিদ্ধান্ত নেন ২৮ বছরের পপ তারকা।
Read More News
দুর্ঘটনার সময় তিনি নিসেই ছিলেন। তবে ভক্তদের আশ্বস্ত করে রিহানা সুস্থ আছেন। বাস্তিল দিবস উপলক্ষে শনিবার থেকেই শুরু হওয়ার কথা নিস জ্যাজ ফেস্টিভ্যাল। সেই অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।