বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে কয়েক দিনের রক্তপাতের পর এখন এক অস্বস্তিকর স্বস্তি বিরাজ করছে। গত সপ্তাহে এখানে সৈন্যরা বহু মানুষকে হত্যা করেছে। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং তার প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কেইর মাচার তার অনুগত সেনাদের মধ্যে কয়েক দিনের সংঘাতের পর নিজ নিজ পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। দুই নেতার মধ্যে কয়েক বছর ধরে ক্ষমতার লড়াই চলছে। পাঁচ বছর আগে সুদান থেকে স্বাধীনতা লাভের পর এবার তাদের মধ্যে সংঘাত বাধে স্বাধীনতা দিবসের প্রাক্কালে। অভিযোগ রয়েছে, সাম্প্রতিক এ সংঘাতে ১৫০ জনের প্রাণহানির পেছনে দায়ী একটি ফেসবুক পোস্ট। কেনিয়ায় নিযুক্ত দক্ষিণ সুদানের রাষ্ট্রদূত স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, সহিংসতাকে উসকে দিয়েছে একটি ফেসবুক পোস্ট। রাষ্ট্রদূতের অভিযোগ- ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র গত সপ্তাহে ফেসবুকে একটি পোস্টে দাবি করেন যে, মাচারকে প্রেসিডেন্ট প্রাসাদে বন্দি রাখা হয়েছে।
Read More News
Sildenafilgenerictab News Bangla News Paper