গত দশ বছরে প্রায় সব ঈদেই মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র। ব্যতিক্রম হয়নি এবারো। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সম্রাট মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে। তবে ঈদে মুক্তিপ্রাপ্ত মোট চারটি চলচ্চিত্রের মধ্যে অপুর ছবির প্রচারণা তেমন একটা চোখে পড়েনি। বিষয়টিকে কিভাবে দেখছেন অপু? ‘আসলে ছবির প্রচারণার দায়িত্ব প্রযোজনা কোম্পানির। আমাদের দায়িত্ব বিষয়টিকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা। তারপরও প্রচারণার অভাবে যদি প্রেক্ষাগৃহে যদি দর্শক না যায় শোনতে খারাপ লাগে।’ অপু বলেন, ‘তবে আমি দর্শকদের প্রতি আস্থাশীল। কারণ গত ১০ বছর ধরে দর্শক আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবারো তার ব্যতিক্রম হবে না। ঈদে এবার একটি ছবিই মুক্তি পেয়েছে।’
Read More News
শুরুতে সব নায়কের সাথে তাল মিলিয়ে কাজ করলেও পরবর্তীতে শুধু শাকিব খানের সাথেই কাজ করেন অপু। প্রায় ৭২টি ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করেছেন অপু। এই জুটির অধিকাংশ ছবিই হিট কিংবা সুপারহিট। হল মালিক, বুকিং এজেন্ট, প্রযোজকদের কাছে ১০ বছর ধরে একই রকম চাহিদা ধরে রেখেছে শাকিব-অপু জুটি। এ পর্যন্ত নায়িকা হিসেবে অপু বিশ্বাস অভিনীত ৭৯টি ছবি মুক্তি পেয়েছে নায়িকা হিসেবে অপু অভিনীত ৮০তম ছবি সম্রাট। এই ছবিতে অভিনয়ের জন্য শুটিং চলাকালেই প্রশংসিত হয়েছেন অপু। অনেক দিন পর শাকিব ছাড়া অন্য কোনো নায়কের সাথে দেখা গেছে অপুকে। অপু বিশ্বাসের কারণে আলোচিত ছবি সম্রাট বাড়তি চাহিদা তৈরি করেছে প্রদর্শকদের কাছে।
Sildenafilgenerictab News Bangla News Paper