রাজধানীর শপিং মলে জঙ্গি হামলার আশঙ্কা

রাজধানীর কুড়িলে অবস্থিত অন্যতম বৃহত্তর শপিং মল যমুনা ফিউচার পার্কে আইএস জঙ্গিরা আগামী ২০ জুলাই হামলা চালাবে বলে হুমকি দিয়েছে। সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। একই কারণে অপর বৃহত্তর শপিং মল বসুন্ধরা সিটি ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।
গত ৩ জুলাই রোববার সকাল ১১টা ৪৯ মিনিটে ও গত ৪ জুলাই সোমবার রাত ১২টা ৪৯ মিনিটে একই বার্তা দিয়ে একই একাউন্ট থেকে দুটি টুইট করে কামিল আহমেদ নামে এক টুইট ব্যবহারকারী যমুনা ফিউচার পার্কে আইএস জঙ্গিরা হামলার হুমকি দেয় । বর্তমানে টুইটার একাউন্টটি বন্ধ রয়েছে।
জঙ্গি হামলার আশঙ্কা বসুন্ধরা ও যমুনাটুইট বার্তার মন্তব্যের ঘরে ‘কেন বাংলাদেশকে লক্ষ্যবস্তু করা হচ্ছে’ এমন প্রশ্নের জবাবে জানানো হয়, টুইটকারী জানান, অমুসলিমদের হাত থেকে ইসলামকে রক্ষার স্বার্থেই এসব পরিকল্পনা করা হচ্ছে। এটি সঠিক রাস্তা নয় এমন মন্তব্যের উত্তরে হুমকিদাতা জানায়, তারা শুধুমাত্র তাদের কর্তব্যটুকুই করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই ব্যবহারকারীর অভিন্ন বার্তা সম্বলিত টুইটের দু’টি স্ক্রিনশট পাওয়া গেছে। খুঁজে পাওয়া স্ক্রিনশট দু’টিতে সময়ের ভিন্নতা রয়েছে।
যমুনা ফিউচার পার্কে আইএস জঙ্গিরা হামলার হুমকির পর কর্তৃপক্ষ সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে। নিজস্ব নিরাপত্তা কর্মী দিয়ে শপিং মল এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। সরকারি নিভিন্ন সংস্থাও সেখানে কড়া নজরদারী করছে। বসুন্ধরা আবাসিক এলাকাতেও সরকারের পাশাপাশি বসুন্ধরার নিজস্ব নিরাপত্তাকর্মীরা তৎপর রয়েছে।
জানা যায়, রাজধানীর পান্থপথে অবস্থিত দক্ষিণ এশিয়ার অারেক বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটি। আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত বসুন্ধরা সিটি ভবনটি একটি ২১ তলাবিশিষ্ট ভবন, যার নিচের ৮টি তলা বিপণী বিতানের জন্য ব্যবহার করা হয় এবং অবশিষ্ট তলাগুলি বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। ভবনের বিপণী বিতান অংশে প্রায় ২,৫০০টি দোকানের জায়গা রয়েছে।এছাড়াও আছে খাবারের দোকানের জন্য একটি নির্দিষ্ট তলা, মাটির নিচে বা বেসমেন্ট লেভেলে অবস্থিত একটি বড় শরীরচর্চা কেন্দ্র, একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল এবং এর উপরের তলাতে শিশুদের বিনোদন কেন্দ্রসহ একটি খাবারের রেস্তোরাঁ। ছাদে বাগানসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বিপণী বিতানটি ঢাকার নগরীর আধুনিকায়নের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত।
এখানে প্রতিদিন প্রায় ২৫,০০০ লোক এই বিপণী বিতান পরিদর্শন করে। এটি বাংলাদেশে পশ্চিমা ঢঙে নির্মিত প্রথম বহুতল বাণিজ্যিক ভবন।  এটি সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে।
প্রতিদিন বিপুল সংখ্যক লোকের সমাগমের কারণে জঙ্গিদের টার্গেট হতে পারে বসুন্ধরা সিটি ভবন এমন আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। ইতিমধ্যে জঙ্গিরা অপর একটি বৃহত্তর শপিং মল যমুনা ফিউচার পার্কে আসছে ২০ জুলাই ২০১৬ হামলার কথা জানিয়েছে। সঙ্গত কারণে বসুন্ধরা সিটিতে হামলার আশঙ্কা করা হচ্ছে।

Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *