ইসরায়েলে মিস ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ) সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আবু হানা নামে এক খ্রিস্টান নারী। তিনি আরবের অধিবাসী। প্রতিযোগিতায় এগার জন প্রতিযোগি অংশ নেয়। ইজরায়েলে তিনিই প্রথম ট্রান্সজেন্ডার সুন্দরী।
তালিন আবু হানা বলেছেন, বিউটি কুইন হওয়াটা বড় কথা নয়, কেউ আমাদের বলবে, কে বেশি সুন্দরী, তার প্রয়োজন নেই আমাদের। আমরা সকলেই বিউটি কুইন।
Read More News
পুরস্কার হিসেবে আবু হানা পাচ্ছেন থাইল্যান্ডে গিয়ে অপারেশন করানোর জন্য সাড়ে ১৩ হাজার ইউরো। ইসরায়েলে তাকে বৈষম্যের সম্মুখীন হতে হয় বলে জানিয়েছেন তিনি।
২১ বছর বয়সী নর্তকী হানা আগামী সেপ্টেম্বরে স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক ‘মিস ট্রান্স স্টার’ প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিনিধিত্ব করবেন। ফেস্টিভালের উদ্দেশ্য ‘উওমেন ফর চেঞ্জ’।
‘মিস ট্রান্স’ সুন্দরী প্রতিযোগিতা সৃষ্টি করেছেন স্টেফানি লেভ, যিনি ইসরায়েলের নাগরিক এবং নিজেই ট্রান্সসেক্সুয়াল। এই প্রতিযোগিতার মাধ্যমে ট্রান্সসেক্সুয়াল মানুষেরা আরও বেশি স্বীকৃতি পাবেন।
Sildenafilgenerictab News Bangla News Paper