পদ্মায় মন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে নিশা দেশাই

রোববার (১০ জুলাই) বেলা ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

এর আগে বেলা সাড়ে ১২টায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন নিশা দেশাই। রোববার সকালে তিনি ঢাকায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন মার্কিন উপ সহকারী সচিব সিং আনান্দ।

বৈঠকে উপস্থিত রয়েছেন- ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Read More News

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে নিশা দেশাই’র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *