কঙ্গনার সঙ্গে আইনি লড়াইয়ে হৃত্বিক

বলিউড তারকা হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের কথা কম বেশিই সবারই জানা। এক সাক্ষাৎকারে হৃত্বিককে নিজের সাবেক প্রেমিক বলে দাবি করেন কঙ্গনা। আর তাতেই বেজায় চটে যান তারকা হৃত্বিক রোশন।

মিথ্যা বলায় আইনি নোটিশও পাঠান কঙ্গনাকে। তারপর কঙ্গনা অনেক কাণ্ডই ঘটিয়েছেন। তবে এ নিয়ে বরাবরই মখে খুলুপ এঁটে ছিলেন হৃত্বিক রোশন।
Read More News

তবে সম্প্রতি মাদ্রিদে অনুষ্ঠিত হয়ে যাওয়া আইফা অ্যাওয়ার্ডের ১৭তম আসরের মঞ্চে  কঙ্গনার সঙ্গে বিরোধ নিয়ে মুখ খুলেছেন হৃত্বিক রোশন। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই কঙ্গনার সঙ্গে আইনি লড়াইয়ের সকল তথ্য প্রকাশ করা হবে।

হৃত্বিক আরো বলেন, এই বিষয়টি নিয়ে সবাই যেভাবে উদ্বিগ্ন ততোটা উদ্বিগ্ন হওয়ার মতো বড় কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *