রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে আলাউদ্দিন টাওয়ার ‘ট্রপিক্যাল’ এ লিফট ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ দগ্ধ ও আহত হয়েছেন কমপক্ষে আরও ২৮জন।
শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৬তলা ভবনের ছয়তলায় লিফট ছিঁড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।।
সন্ধ্যার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ন’টার দিকে বেইজমেন্ট থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় হঠাৎ করে ওই ভবনের ক্যাপসুল লিফটটির তার ছিঁড়ে যায়। এ সময় বিকট শব্দে ভবনে আগুন ধরে যায়। তখন ভবনটির নিচতলায় ট্রপিক্যাল হোমস লিমিটেডের একটি ইফতার মাহফিল চলছিলো।
এ সময় ওই অনুষ্ঠানে থাকা ট্রপিক্যাল হোমস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ও তার দুই ছেলে-মেয়ে দগ্ধ হন।
ছুটোছুটি করে বের হতে গিয়ে আহত হন রাজলক্ষ্মী মার্কেটের বিসমিল্লাহ মিষ্টির কর্মচারী মামুনও (৩০)।
Read More News
ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের চিকিৎসক বলেন, দগ্ধ হওয়াদের মধ্যে ৩জন এখানে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হাসানের ৮০ শতাংশ, তার মেয়ে মেহনাজ হাসান মায়শার ৪৪ শতাংশ ও আটমাস বয়সী ছেলে মুনতাকিন হাসানের ২৩ শতাংশ শরীর পুড়ে গেছে। তাদের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক।
দগ্ধ হাসানের পরিবারের সদস্যরা জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়া সদরে হলেও উত্তরা-১৩ সেক্টরে থাকেন। মাইশা উত্তরা মাইলস্টোন স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে।
ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় একঘণ্টা বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে উদ্ধার কাজ এখনও চলছে। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।