সলমনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে খবরের শিরোনামে উঠেছে অরিজিত্ সিংহের নাম। তবে গায়ক অরিজিতের জনপ্রিয়তাও তো কিছু কম নয়! তাই এই দু’জনের কোনও এক অজানা কারণে ‘বিরোধ’ নিয়ে জোর জল্পনা চলছে বি-টাউনে। সম্প্রতি ‘সুলতান’-এর প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন সলমন। সেখানে তাঁর সঙ্গে অরিজিত্ সিংহের বিরোধের কারণ জানতে চান সাংবাদিকরা। উত্তরে সলমন বলেন, “কোন গায়কের গাওয়া কোন গানটি ছবির জন্য সেরা হবে তা ঠিক করেন ছবির পরিচালক এবং প্রযোজক। ছবিতে আমার ভয়েস ট্র্যাকও বাদ গিয়েছে। এতে মন খারাপ করার বা কষ্ট পাওয়ার কী আছে!”
Read More News
তা হলে অরিজিৎ ফেসবুকে ক্ষমা চাইলেন কেন!
Sildenafilgenerictab News Bangla News Paper