লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছাকাছি পশ্চিমাঞ্চলীয় দুটি শহরে বিস্ফোরণ এবং সংঘর্ষের পৃথক দুই ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭ জন।
এর মধ্যে ত্রিপোলির নিকটবর্তী পশ্চিমাঞ্চলীয় মিসরাতা শহরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজনের সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষের পর ওই গুপ্ত হামলাটি চালানো হয়। এতে ২৭ জন নিহত হয়। আহত হয় আরও অনেকে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি সামরিক ভাণ্ডার বিস্ফোরিত হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, আতশবাজি বোঝাই একটি লরি বিস্ফোরিত হয়েছে।
Read More News
দেশটির আরেকটি পূর্বাঞ্চলীয় শহর সিরতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সংঘর্ষে সরকার বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন।