মেক্সিকোতে শিক্ষক-পুলিশ সংঘর্ষ, নিহত ৩

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের একটি শহরে বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জনের বেশি। এতে তিন পুলিশও আহত হয়েছে।

রবিবার দেশটির ওয়াহকা রাজ্যের আসুনকিওন নোচিক্সলান শহরে শিক্ষকেরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছিলেন। পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় বিক্ষোভরত শিক্ষকেরা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগান।

সরকারি শিক্ষাব্যবস্থার সংস্কার ও দুই শিক্ষকনেতাকে আটক করার প্রতিবাদে দ্য ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স কো–অরডিনেটর (সিএনটিই) এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। নিহত তিনজনের পরিচয় জানা যায়নি। স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছে।

জাতীয় নিরাপত্তা কমিশন এক বিবৃতিতে বলছে, সংঘর্ষে ২১ পুলিশ আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন গুলিতে আহত। বিবিসি।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *