ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টে অনুরাগ ঠাকুর দাবি করেছে, ভারতীয় কোনো ক্রিকেটার জিম্বাবুয়েতে ধর্ষণকা-ে জড়িত নন। রোববার তিনি একথা বলেন।
এর আগে জিম্বাবুয়ের গণমাধ্যমে বর্তমানে দেশটিতে সফরে থাকা ভারতীয় দলের এক ক্রিকেটার ধর্ষণে অভিযুক্ত বলে দাবি করা হয়েছি। যদিও সেই ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়নি।
ওই রিপোর্টে বলা হয়, শনিবার রাতে হারারের হোটেল থেকে ওই খেলোয়াড়ের গ্রেফতার ঠেকাতে চেষ্টা করেছিলেন ভারতের রাষ্ট্রদূত আর মাসাকুই।
শেষ পর্যন্ত জানা গেছে, যাকে আটক করা হয়েছে তিনি বিসিসিআইয়ের একটি স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, স্পন্সর প্রতিষ্ঠানে সঙ্গে জড়িত ভারতীয় এক নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে তাও অস্বীকার করেছেন। তিনি ডিএনএ টেস্টের জন্যও প্রস্তুত।
Read More News
Sildenafilgenerictab News Bangla News Paper