ঢাকার রামকৃষ্ণ মিশনের পুরোহিতকে হত্যার হুমকির পর বাংলাদেশ সরকার রামকৃষ্ণ মিশনের চারপাশে নিরাপত্তা বৃদ্ধি করেছে।
বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়া পত্রিকা এ খবর প্রকাশ করেছে।
হুমকির পর ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, আমরা ঢাকায় রামকৃষ্ণ মিশনের সঙ্গেও সরাসরি যোগাযোগ করছি। বাংলাদেশ সরকার রামকৃষ্ণ মিশনের চারপাশে নিরাপত্তা বৃদ্ধি করেছে।
Read More News
মিশনের পুরোহিত মৃদুল মহারাজ হুমকি পাওয়ার অভিযোগ এনে ওয়ারী থানায় সাধারণ ডায়েরি করেছেন। তাকে পাঠানো একটি চিঠিতে দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলেছে, বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র। কেউ এখানে হিন্দু ধর্ম প্রচার করতে পারবে না। তোমরা ভারতে ফিরে যাও, নতুবা খুন হবে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদুল ইসলাম বলেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের নামে পাঠানো ওই চিঠিটি গাজীপুর থেকে পাঠানো হয়েছে। প্রেরকের নাম উল্লেখ করা হয়েছে এ বি সিদ্দিক।