মুম্বাইয়ে লুলিয়া ভান্তুরের জন্য বেশ সুন্দর একটি বাসা খুঁজছে সালমান খানের টিম-এই খবরটি খুব বেশি সময় আগের নয়। এর মধ্যেই আরেকটি খবর শোনা যাচ্ছে।
বলিউড লাইফ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান ও লুলিয়া একসঙ্গে বাস করছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সবাইকে শুভরাত্রি জানিয়েছেন লুলিয়া। তবে মজার বিষয় হলো ছবিটি দেখে মনে হচ্ছে এটি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তোলা।
এটি বলার কারণ হলো, লুলিয়ায় পেছনে যে পর্দা দেখা গেছে সেটি সালমানের বান্দ্রার বাড়িতেও আছে। আর এতে ধারণা করা হচ্ছে, সালমান ও লুলিয়া একসঙ্গে বাস করছেন।
Read More News
আরো শোনা যাচ্ছে, চলতি বছরের সালমানের জন্মদিনে বিয়ে করতে যাচ্ছেন এই জুটি। সম্প্রতি প্রায়ই দুইজনকে একসঙ্গে দেখতে পাওয়ায় এই গুঞ্জন আরো বেশি বাড়িয়ে দিয়েছে।