রাজধানীর উপকণ্ঠ সাভারে একটি প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার মধ্যরাতে পৌরসভার কর্নপাড়া এলাকার এবি ওভেন ব্যাগ কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের উপপরিচালক এম এ মামুন জানান, কারখানাটিতে রাতের পালার উৎপাদন চলছিল। রাত ২ টার দিকে কারখানার ন্যানো ব্যাগ সেকশনের বৈদ্যুতিক হিটার থেকে আগুনের উৎপত্তি ঘটে। প্লাষ্টিক তৈরির কাঁচামাল ও রাসায়নিক পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সেকশনে। এক পর্যায়ে টিনশেড ভবনটি ধসে পড়লে আগুন আরো বেড়ে যায়। প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও তাদের সঙ্গে পরে যোগ দেয় আরো ৫টি ইউনিট। সেই সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরাও। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর আজ বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস বা কারখানা কর্তৃপক্ষ।
Read More News