কোনো এক পড়ন্ত বিকেলে, কিংবা কোনো এক বৃষ্টিভেজা সন্ধ্যায় প্রেমিক আর প্রেমিকার এক কাল্পনিক কথোপকথন-
প্রেমিক- কিছূ হয়েছে?
প্রেমিক- তোমার কি কিছু হয়েছে?
প্রেমিকা- না, কিছু হয়নি।
প্রেমিক- আরে বলই না, কি হয়েছে তোমার?
প্রেমিকা- বলছি তো কিছু হয়নি।
কথা এভাবেই হয়ত শুরু হয়, শেষ হয় ব্রেক আপ কিংবা কোনো অবাঞ্ছিত মুহূর্তে। বন্ধু আগে? না, প্রেমিকা আগে? দ্বন্দ্বে দ্বন্দ্বে ছন্দ হারিয়ে যায় প্রেমের। দিশাহীন প্রেমিক অথবা প্রেমিক হাতরে বেড়ায় কোন মানুষটিকে জীবনের সঙ্গে রাখবেন, আর কোন মানুষকে বলবেন ইতি। জীবনের প্রতিটি অধ্যায়ে বন্ধু আর গার্লফ্রেন্ডের দ্বন্দ্বে যারা জর্জরিত
Read More News
Sildenafilgenerictab News Bangla News Paper