জঙ্গি অর্থায়নের মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জামিন দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ব্যারিস্টার শাকিলার জামিনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
Read More News
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। ব্যারিস্টার শাকিলার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জামিন দেন হাইকোর্ট।
সন্ত্রাস দমন আইনে হাটহাজারী ও বাঁশখালী থানায় দায়ের করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গত বছরের ডিসেম্বরে জামিন পেয়ে মুক্তি পান।