যাত্রীবাহী ফেরিতে ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

যাত্রীবাহী ফেরিতে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোটের ধাক্কায় ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার রাজধানী মুম্বাইয়ের উপকূলে এ ঘটনা ঘটে। ঘটনার সময় যাত্রীবাহী ফেরিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। নৌবাহিনী জানিয়েছে, ৯৯ জনকে উদ্ধার করা হয়েছে অন্যদের উদ্ধারের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ভারতের নৌবাহিনী এক্সে এক বিবৃতিতে বলেছে, ‘ইঞ্জিনের ত্রুটির কারণে মুম্বাই হারবারে ইঞ্জিন পরীক্ষা করার সময় ভারতীয় নৌবাহিনীর একটি নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলস্বরূপ নৌযানটি একটি যাত্রীবাহী ফেরিকে ধাক্কা মারে এবং পরে ফেরিটি ডুবে যায়।’

স্থানীয় টিভি চ্যানেলে দেখা গেছে, অন্তত পাঁচজনকে বহনকারী একটি স্পিডবোট যাত্রীবাহী ফেরিটিকে ধাক্কা মারছে। ফেরিতে থাকা এক যাত্রী এবিপি নিউজ চ্যানেলকে বলেছেন, ‘স্পিডবোটটির সঙ্গে আমাদের ফেরির সংঘর্ষ ঘটে এবং পানি আমাদের নৌকায় প্রবেশ করতে শুরু করে।
Read More News

এরপর এটি উল্টে যায়। চালক আমাদের লাইফজ্যাকেট পরতে বলেছিলেন।’
ওই যাত্রী আরো বলেন, ‘আমি পনেরো মিনিটের জন্য সাঁতার কেটেছি, এরপর অন্য একটি নৌকা আমাকে উদ্ধার করেছিল।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার গভীর রাতে এক্সে একটি পোস্টে বলেছেন, ‘মুম্বাইয়ের দুর্ঘটনাটি দুঃখজনক।

শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা।’
মোদি নৌকা দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়দের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছেন।

নীলকমল নামে ব্যক্তিমালিকানাধীন যাত্রীবাহী ফেরিটি মুম্বাই উপকূলে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এলিফ্যান্টা গুহার দিকে যাচ্ছিল। তখনই এ দুর্ঘটনা ঘটে বলে বিএমসি জানিয়েছে। গুহাগুলো দেখতে সারা বছর ধরে পর্যটকরা এখানে ভিড় জমায়।

এটি একটি ঐতিহ্যবাহী স্থান এবং পাঁচ-ছয়তম শতাব্দীতে নির্মিত হয়েছিল। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে ঐতিহ্যবাহী স্থানটি এক ঘণ্টার দূরত্বে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *