তাঁর লেখা প্রেমের কবিতা, তাঁর ফোটোগ্রাফ নাকি ঘনিষ্ঠ মহলে ছড়িয়ে বেড়াচ্ছেন হৃতিক। দিচ্ছেন তাঁকে ছোট করার জন্য! ফের এই অভিযোগ তুললেন কঙ্গনা রানাউত। একই সঙ্গে চ্যালেঞ্জের সুর, মানুষের সামনে তাঁকে ছোট করার যে চেষ্টা হৃতিক করছেন তাতে আখেরে কোনও লাভ হবে না।
বেশ কিছুদিন ধরেই এই দুই বলি-তারকার ব্যক্তিগত কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। গড়িয়েছে আইন আদালতেও। কেউ কাউকে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। এই অবস্থায় এ দিন ফের মুখ খুলে নায়িকা বলেন, ‘‘আমি আমার অতীত, আমার সম্পর্ক, আমার শরীর বা আমার ইচ্ছা কোনওটা নিয়েই বিন্দুমাত্র লজ্জিত নই।’’
Read More News
হৃতিক রোশন কঙ্গনার সঙ্গে তাঁর সম্পর্কের কথা আগেই অস্বীকার করেছেন। তাঁর দাবি, কঙ্গনা প্রচার পাওয়ার উদ্দেশ্যেই কল্পিত সম্পর্কের গল্প ফেঁদেছেন।
Sildenafilgenerictab News Bangla News Paper