ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না থাকা প্রশ্নে যে গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে তাতে সরকারের ৯০ লাখ পাউণ্ড খরচ করা নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। ইইউ ত্যাগের পক্ষের প্রচারণাকারীরা অভিযোগ করেছেন, মন্ত্রী এ কাজের জন্য সরকারি তহবিলের অপব্যবহার করেছেন। জনগণের এ বিপুল পরিমাণ টাকা ব্যয় করে সরকার ব্রিটেনের ইইউ সদস্যপদ রাখার স্বপক্ষে প্রতি বাড়িতে লিফলেট বিতরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী মিসেল ফ্যালন জানান, তথ্য প্রাপ্তির সুবিধার্থে জনগণের দাবির মুখে যুক্তরাজ্যের প্রতি ঘরে ঘরে এই লিফলেট বিতরণ করা হয়েছে। কিন্তু বিরুদ্ধ প্রচারণাকারীরা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এটিকে একটি বিতর্কিত প্রচারণা হিসেবে অভিহিত করেছে। এদিকে টোরি এমপি এই লিফলেট বিতরণ বন্ধে এক অনলাইন আবেদন শুরু করেছেন যা ইতোমধ্যেই ২ কোটি ৭০ লাখ বাড়িতে পাঠানো হয়েছে। এছাড়া ইইউ ত্যাগের পক্ষে অন্য একটি গ্রুপ এরই মধ্যে ৩০ হাজারেরও বেশি লোকের স্বাক্ষর সংগ্রহ করেছে। উল্লেখ্য, আগামী ২৩ জুন ব্রিটেনের ইইউতে থাকা না থাকা প্রশ্নে এই গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে।