এ বার আমিরের বিপরীতে সানি

আমির খানের বিপরীতে অভিনয় করবেন সানি। অবাক হলেন। কিন্তু এটাই সত্যি। শাহরুখের ছবিতে শুধু আইটেম নম্বরে দেখা যাবে সানিকে। কিন্তু আমিরের সঙ্গে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ‘বেবিডল’। ‘ডেলহি বেলি’র পরিচালক অভিনয় ডিও নাকি তাঁর আগামী ছবিতে সানি লিওনকে সই করিয়ে নিয়েছেন। আরসানিকে ছবিতে নেওয়ার জন্য স্বয়ং আমিরই নাকি পরিচালককে অনুরোধ করেছিলেন।
এর আগেও টুইটারে সানির হয়ে এক্কেবারে খোলোখুলি মুখ খুলেছিলেন মিস্টার পারফেকসনিস্ট। ডিও জানিয়েছেন, ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে সানিকে। একেবারে পাশের বাড়ির মেয়েটির মতো নাকি দেখতে লাগবে সানিকে। হট অ্যান্ড বোল্ড তকমা ছেড়ে এখন সম্পূর্ণ অন্যভাবে সানি আসতে চলেছে। যদিও ওই ছবিতে নায়িকা সানি নন। তবে ছবির নায়িকা কে হবেন তা এখনও জানা যায়নি।
Read More News

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *