রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সদ্য পদত্যাগকারী গভর্নর ড. আতিউর রহমানকে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। আজ দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিট আবেদনে ড. আতিউর রহমানের পাসপোর্ট জব্দের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া রিজার্ভ চুরির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আরজি জানানো হয়েছে। রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি
Read More News