বিয়ের পর সাইফকে কথা দিয়েছিলেন করিনা, পর্দায় আর কাউকে কখনো চুমু খাবেন না। কিন্তু স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারলেন না এ অভিনেত্রী। ‘কি অ্যান্ড কা’ ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন-কারিনা। সেই ছবিতে অর্জুনকে চুমু দিয়েছেন কারিনা। আজ সোমবার প্রকাশ পেয়েছে এ সিনেমার একটি পোস্টার। সেখানেই দেখা গেছে- কারিনা-অর্জুনের চুম্বন দৃশ্য। বিষয়টি নিয়ে সাইফ পরিবারে কিছুটা অসন্তোস বিরাজ করছে বলে সূত্রে জানা গেছে।
Read More News
আর বালকি পরিচালিত এই চলচ্চিত্রে কারিনা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী একজন কর্মজীবী নারী। অন্যদিকে, কারিনার স্বামী অর্জুন গ্র্যাজুয়েট হয়েও একজন হাউজ হাজবেন্ড। ছবিটিতে কারিনা-অর্জুন ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। সিনেমাটি চলতি বছরের ১লা এপ্রিল মুক্তি পাবে।
Sildenafilgenerictab News Bangla News Paper