পাকিস্তানের লাহোরে একটি পার্কে আত্মঘাতী হামলায় শিশুসহ কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে। আজ রোববার বিকেলে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হায়দার আশরাফ জানান, লাহোরের কেন্দ্রস্থলে অভিজাত এলাকায় গুলশান-ই-ইকবাল পার্কে গাড়ি পার্কিং এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।
Read More News
ইকবাল শহরের পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল বলেন এটি একটি আত্মঘাতী হামলার ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায় পার্কে রক্তের বন্যা বইছে এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া মরদেহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই পার্কে অনেক পরিবার বিশেষ করে নারী ও শিশু এসেছিল।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দ্য ডন পত্রিকা জানিয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে আজ বিকেলে অনেক মানুষ এখানে সমবেত হয়েছিল। কিন্তু এই পার্কে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে হামলার খবর পেয়ে উদ্ধারকারী কর্মকর্তা ও পুলিশ দ্রুত লাহোরের এই আবাসিক এলাকায় পৌঁছেছে। শহরের সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।