কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লার মুরাদনগরে নজরুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। শনিবার রাতে জেলার মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের এ ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম (২৪)।পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে পাঁচকিত্তা গ্রামের একটি ব্রিজের ওপর ঢাকার একটি বেসরকারী কোম্পানীর কর্মচারী এবং ওই গ্রামের আবদুল মালেকের পুত্র নজরুল ইসলামের সঙ্গে একই গ্রামের অলেক মিয়ার ছেলে আবুল হোসেন শিলের (২৮) ব্যক্তিগত বিরোধ নিয়ে বাকতিবণ্ডা হয়।এক পর্যায়ে আবুল হোসেন শিল ক্ষিপ্ত হয়ে নজরুলকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ঘটনাস্থল থেকে মুঠো ফোনে জানান, হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘাতককে আটক করে পুলিশে খবর দেয়।রাত সোয়া ১১টার দিকে মুঠো ফোনে মুরাদনগর থানার এসআই মো, নুরুল আলম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতককে গ্রেফতার ও মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *