খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত, গাজী রাকায়েত ও আফসানা মিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আবুল হায়াতের ছোট মেয়ে নাতাশা হায়াত এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, গতকাল রাতে আবুল হায়াতের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই স্ট্যাটাসে বাবার জন্য দোয়া চেয়ে এ পজিটিভ প্লাজমাও চেয়েছেন নাতাশা হায়াত।
এদিকে, ৩১ মার্চ খ্যাতিমান অভিনেতা, নির্মাতা সংগঠক গাজী রাকায়েতের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাঁর হালকা কাশি ছাড়া অন্য লক্ষণ নেই।
Read More News
করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি। তিনি গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। আজ ১ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক বলেই জানিয়েছেন নিকটতম প্রতিবেশী।
Sildenafilgenerictab News Bangla News Paper