দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার মান্নান হীরা আর নেই। আজ বুধবার রাত সাড়ে ৮টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাসায় অসুস্থতা অনুভব করলে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মান্নান হীরা দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন।
Read More News
মান্নান হীরা ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি। এর আগে তিনি আরণ্যক নাট্যদলের দলীয় প্রধানের দায়িত্ব পালন করেন এবং নাট্যকার সংঘের প্রথম সভাপতি ছিলেন।
মান্নান হীরা সরকারি অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ নির্মাণ করেন। ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন তিনি।
Sildenafilgenerictab News Bangla News Paper