টলিউডে ফের খুশির খবর। বিয়ের পিঁড়িতে বসবেন জনপ্রিয় জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। ঘনিষ্ঠমহলে অভিনেতা জানিয়েছেন, ২০২১ সালের মার্চেই ঐন্দ্রিলার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। তার আগেই অঙ্কুশ কিনে ফেললেন নতুন গাড়ি। সে খবর সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছেন তিনি।
Read More News
এমনিতেই টলি পাড়ায় এখন বিয়ের মরশুম। বুধবার বিয়ে সেরেছেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। কয়েক দিন আগেই গায়িকা ইমনের বিয়ে হয়েছে। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও বিয়েটা সেরেই ফেললেন। এর মাঝে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েটা কবে? আদৌও করছেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। আজ সে খবরে সিলমোহর বসলো।
ইনস্টাগ্রামে টলিউডের একটি পেজ থেকে ছবি শেয়ার হয়েছে। অঙ্কুশ ও ঐন্দ্রিলার ছবি। সেই পেজেই লেখা হয়েছে ‘বিয়ের ফুল ফুটল, বাজবে কবে বিয়ের বাজনা।” এই ছবির তলায় টলি পাড়ার ও অঙ্কুশের ভক্তরা কমেন্ট করে জানতে চেয়েছেন কবে হচ্ছে বিয়েটা। সেখানেই জানা যায় মার্চে সারছেন তিনি বিয়ে। এখন থেকেই চলছে বিয়ের প্রস্তুতি। বহুদিন ধরেই এক সঙ্গে রয়েছেন তাঁরা। এবার তাঁদের চার হাত এক হোক এই কামনাই করছেন সকলে।