সাইফ আলি খান চতুর্থবার বাবা হতে চলেছেন ৷ আর এর মধ্যেই ফিউচার প্ল্যান সেরে ফেলেছেন তিনি৷ না আসন্ন সন্তান বা করিনাকে নিয়ে নয় ৷ বরং তৈমুরকে নিয়ে এখন আপাতত চিন্তায় মগ্ন সাইফ আলি খান ৷
সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে সাইফ আলি খান জানালেন তৈমুরের কেরিয়ার ঠিক কী হওয়া উচিত ৷ সঙ্গে সইফ এটাও জানালেন, পরিবারের মতো তৈমুর এখনই সিনেমাকে ভালোবাসে !
Read More News
আমার মা শর্মিলা ঠাকুর ১৬ বছর বয়স থেকে অভিনয় করেন৷ আমিও খুব অল্প বয়সে বলিউডে পা দিয়েছি ৷ আমার বোন সোহাও অভিনয় করে ৷ আমার প্রথম স্ত্রী অমৃতাও সফল অভিনেত্রী ৷ আমার দ্বিতীয় স্ত্রী করিনা তো বলিউড ডিভা ৷ আমার প্রথম সন্তান সারাও আজ অভিনেত্রী ৷ প্রথম ছেলে ইব্রাহিম একেবারে তৈরি সিনেমায় পা রাখার জন্য !’
সবার ট্রেন্ডই ফলো করবে তৈমুর ৷ তৈমুর তো এখনই খুব জনপ্রিয় ৷ আমি তাই সেন্স করতে পারি, তৈমুরও আমাদের মতোই কেরিয়ার হিসেবে সিনেমাকে বেছে নেবে ৷