রংপুরে একটি ট্রাক থেকে হাত-পা বাঁধা দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে মাহিগঞ্জ তাজহাট এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
Read More News
কোতোয়ালী থানার ওসি তদন্ত আবদুল আজিজ জানান, তাজহাট ভিআইপি শাহাদত হিমাগারের সামনে দাঁড়ানো একটি ট্রাকের মধ্যে দুটি লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাকটির চালকের আসনের নিচ হাত-পা বাঁধা অবস্থায় দুটি লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ট্রাকের চালক ও হেলপারকে হত্যা করেছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।