আজ শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।
Read More News
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১০ তলা একটি ভবনের ছয়তলায় আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা জানতে পেরেছি ছয়তলাতে একটি বাণিজ্যিক অফিস আছে। ওই অফিসে আগুন লেগেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারেনি। কোনো হতাহতের খবরও আমরা জানতে পারেনি। এই ব্যাপারে তদন্ত করে তারপর বিস্তারিত জানা যাবে।