বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে ধর্মেন্দ্র একজন। রাজেশ খান্না, অমিতাভ, সঞ্জীব কুমারের মতো অভিনেতাদের সঙ্গে তিনি দাপিয়ে অভিনয়করেছেন। তাঁর ছবি এলেই সুপারহিট। ৬০-৭০ দশক কাঁপিয়েছিলেন তিনি। তনুজা থেকে হেমা মালিনি বা ওয়াহিদা রহমান কার সঙ্গে জুটি বাঁধেননি তিনি। তবে ধর্মেন্দ্র ভালবেসে বিয়ে করেছিলেন হেমা মালিনিকে। ধর্মেন্দ্র আগে থেকেই বিবাহিত ছিলেন। আর তাঁর আগের বউ তাঁকে ডিভোর্স দিতে রাজি না হয় নিজের ধর্ম বদলে হেমাকে বিয়ে করেছিলেন তিনি। সানি ও ববি দেওল তাঁর আগের পক্ষের সন্তান। হেমা মালিনির ও দুই মেয়ে রয়েছে।
Read More News
একেবারে সাজানো সংসার তাঁর। তবে বয়সের ভারে কিন্তু ধর্মেন্দ্র একেবারে নুঁয়ে পড়েননি। তিনি এখন সময় কাটান চাষ বাস করে। লোনাভালায় তাঁর এক বিশাল ফার্মহাউস রয়েছে। এই ফার্ম হাউস দেখলে মাথা খারাপ হয়ে যাবে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ধর্মেন্দ্র একটি ভিডিও পোস্ট করেছেন। জিপ গাড়ি চালিয়ে তিনি ঘুরছেন সেখানে। পাশে চড়ছে মহিশ। গোটা ফার্ম হাউস দেখলে মনে হবে আস্ত একটা জঙ্গল কিনে ফেলেছেন তিনি।
https://www.instagram.com/p/CCdY-k3nYr0/?utm_source=ig_embed