বাংলা‌দেশ রেলওয়ে কোরবানির পশু প‌রিবহনের সিদ্ধান্ত নিয়েছে

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় বাংলা‌দেশ রেলওয়ে কোরবানির পশু প‌রিবহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

রেলমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আসন্ন ঈদুল আজহায় বাংলা‌দেশ রেলওয়ে কোরবানির পশু প‌রিবহন করবে। ব্যবসায়ীদের চাহিদা অনুয়ায়ী যেখানে রেল নেটওয়ার্ক আছে সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে পশু পরিবহন করব। যেখান থেকে চাহিদা আসবে সেখান থেকে পরিবহন করব।
Read More News

আজ মঙ্গলবার রেল ভবনে এক সংবাদ সম্মেলন নুরুল ইসলাম সুজন আরো বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যে কোনো দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে।

মন্ত্রী আরো জানান, গাইবান্ধা বা পাবনা-কুষ্টিয়া থেকে চট্টগ্রামে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ ২৫০০ এবং ঢাকায় ১৫০০ থেকে দুই ২০০০ টাকা হতে পারে।

রেলপথমন্ত্রী বলেন, ‘রাজশাহী, পাবনা, নাটোর, ময়মনসিংহ, জামালপুর, ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে পশু ঢাকায় আসে। আমরা রেলের ওয়াগন দিয়ে পশু পরিবহন করব। একেকটা ওয়াগনে ১৫-২০টি গরু পরিবহন করা যায়। আমরা একটি রেলে একাধিক ওয়াগন সংযোগ করে পশু পরিবহন করব।

আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের কন্ট্রোল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে আম পরিবহণের সুবিাধার্থে ‘ম্যাংগো স্পেশাল’ নামে ট্রেন চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে পরিচালনা করছে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই আম ঢাকাসহ অন্যান্য শহরে খুবই অল্প ভাড়ায় পরিবহন করতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *