চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে, সুরজ পঞ্চোলি যুক্ত সুশান্তের মৃত্যুতে

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুতে নয়া মোড়। শাহরুখ খানের ছবি যোশ-এর সহ অভিনেতা পুনীত বৈশিষ্ঠ নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে নানা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন। তাঁর বক্তব্য, সুরজ পঞ্চোলি যুক্ত সুশান্তের মৃত্যুতে। তাঁর দাবি সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের সঙ্গে সম্পর্ক ছিল সুরাজের। তাঁর সন্তানের মা হতে চলেছিলেন দিশা। যেমনভাবে সুরজের সন্তানের মা হতে চলেছিলেন জিয়া খান। সুরজ স্বাভাবিকভাবেই দিশাকে অনুরোধ করেছিলেন গর্ভপাতের জন্য। দিশা রাজি না হওয়ায় তাকে হুমকি দিতে থাকে সুরজ। অন্যদিকে দিশার সঙ্গে সুশান্তর বন্ধুত্ব ছিল অটুট। গোটা বিষয়টি সুশান্ত জানতেন।
Read More News

সুরজ কাউকে টের পেতে দেননি যে তাঁর সঙ্গে দিশার সম্পর্ক ছিলেন। সুরজের হুমকির বিষয়ে দিশা সুশান্তকে জানান, যার ফলে কথা কাটাকাটি হয় সুরজ এবং সুশান্তের মধ্যে।

দিশার আত্মহত্যাকে খুন তখন বলে দাবি করেছেন পুনীত। এবং খুনি হিসেবে দায়ী করেন সুরজকে। যদিও সুরজ পুনীতের সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। দিশাকে চিনতেন বলে অস্বীকার করেছেন সুরজের। তাঁর কথায়, দিশার সঙ্গেই তাঁর কখনই সাক্ষাৎ হয়নি সেভাবে। সম্পর্ক তো দূরের বিষয়। অন্যদিকে সুরজের মা অভিনেত্রী জরিনা ওয়াহাব দাবি করেছেন পুনীতের সমস্ত অভিযোগ মিথ্যে। সুরজকে ইচ্ছাকৃত ফাঁসানো হচ্ছে। একই কথা দাবি করেন আদিত্য পাঞ্চোলিও।

পুনীতের নিজের ফেসবুক পোস্টে অনুযায়ী, সুরজ সালমানের সাহায্যে দিশা এবং সুশান্তকে খুন করেছেন। কারণ সুরজের বিরুদ্ধে সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ার কথা ভেবেছিলেন সুশান্ত। সুরজের সঙ্গে সুশান্তের কথা কাটাকাটি হতেই সালমানের অপছন্দের তালিকায় চলে আসে সুশান্তের নাম। দিশা যে সময় আত্মহত্যা করেন সেই সময় নাকি সুরজ তার ফ্ল্যাটে ছিলেন।দিশা সেই সময় সুশান্তের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সুশান্ত এবং দিশার ফোন মাঝপথে কেটে যায়। কী কারণে তা হয়, সে বিষয় নিয়ে অবশ্য খোলসা করেননি পুনীত।

তবে তিনি নাম নিয়েছেন সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিংয়ের। এই সন্ধীই সুশান্তকে দিশার আত্মহত্যার খবর ফোন করে জানান। তারপরই সুশান্ত নিজের প্রেমিকা প্রিয়া চক্রবর্তী এবং সন্দীপের সঙ্গে সুরজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা আলোচনা করেন। সুশান্তকে এই বিষয় মুখে কুলুপ এঁটে থাকতে পরামর্শ দিয়েছিলেন রিয়া এবং সন্দীপ। সন্দীপের সঙ্গে সুশান্ত নিজের মৃত্যুর আগের দিন দেখা করেছিলেন।

রিয়া অন্যদিকে মহেশ ভাটের সঙ্গে সমস্ত ঘটনাটি আলোচনা করে ফেলেন। এবং সন্দীপ গোটা বিষয়টি সুরজকে জানান। নিজের বলিউড কেরিয়ার বাঁচানোর জন্য সুশান্তের খুনের পরিকল্পনা করেন।

এবং মহেশ ভাট ও সালমানের সাহায্যে সন্দীপ হাতেই খুন করান সুশান্তকে। পুনীতের এই ফেসবুকে পোস্টে অনেকেই যুক্তি খুঁজে পেলেও এই প্রতিটি দাবি মিথ্যে বলে দাবি করেছেন পঞ্চোলি পরিবার। সুরজ অবশ্য জিয়া খানের মৃত্যুর পরও একই কথা দাবি করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *