নার্গিস ফাখরি একজন আমেরিকান মডেল ও অভিনেত্রী যিনি প্রধানত বলিউডে কাজ করে থাকেন। তিনি সর্বপ্রথম আমেরিকার নেক্স টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন। এরপর তিনি ২০১১ সালের বলিউডি চলচ্চিত্র রকস্টার অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে সকলের নজর কাড়েন। এছাড়াও তার ২০১৩ সালের মাদ্রাজ ক্যাফ ও ২০১৪ সালের মে তেরা হিরো চলচ্চিত্র তাকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার নার্গিস ১৯৭৯ সালের ২০ অক্টোবর নিউইয়র্ক এর কুইন্স সিটিতে পাকিস্তানি পিতা মুহাম্মাদ ফাখরি ও চেক মাতা মারিও ফাখরির ঘরে জন্মগ্রহণ করেন। যখন তার বয়স ছয় তখন তার পিতা মাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।
Read More News
নার্গিস ফাখরি প্রথম ছবিতেই বেস্ট ডেবিউ নায়িকা হিসেবে জিতেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কিন্তু তারপর কিছু ছবিতে আইটেম সং করতে দেখা গেলেও, সেভাবে বড় কোনও ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। মডেলিং করতে নার্গিস সব সময় ভালবাসেন। সেখানে বেশ কিছু কাজ করেছেন তিনি।
তবে নার্গিস সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি শেয়ার করেন তিনি। ফোটোশ্যুটের ছবিও শেয়ার করতে দেখা যায় তাঁকে।
নার্গিস ফাখরি এখন আছেন ক্যালিফোর্নিয়ায়। সেখানে গায়ে মাটি মেখে ছবি শেয়ার করলেন। সঙ্গে রয়েছে তাঁর প্রিয় বন্ধু। বিকিনি পোশাকে মাটি মাখা শরীরে অভিনেত্রীর প্রত্যেকটি ছবিই অন্যরকম।