দীপিকা পাড়ুকোন। বলিউডের নামকরা সেলেবদের মধ্যে একজন। আপাতত রণবীরের সিংয়ের সঙ্গে ঘরেই বন্দি রয়েছেন তিনি। লকডাউন ও করোনা ভাইরাসের জন্য বন্ধ সব রকম কাজ। সাবধানতা মানতেই সকলকে থাকতে হচ্ছে ঘরে। তবে মন ভাল রাখতে দীপিকা রোজ নতুন কিছু করছেন।
Read More News
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটি পুরোনো। কান চলচ্চিত্র উৎসবের সময়কার। মেক-আপ রুমে রেডি হচ্ছেন দীপিকা। বাথরুম থেকে বেরিয়েই শুরু করলেন তুমুল নাচ। যা দেখে অবাক গোটা ইউনিট। এই ভিডিও ইনস্টাতে শেয়ার করেছেন দীপিকা। যা ইতিমধ্যেই কয়েক হাজার ভিউ ছাড়িয়েছে।
https://www.instagram.com/p/CBBNeu9H8yq/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
Sildenafilgenerictab News Bangla News Paper