হিন্দি ছবি অন্যতম জনপ্রিয় জুটি অমিতাভ বচ্চন ও ওয়াহিদা রহমান। কেরিয়ারের একটি দীর্ঘ সময় ধরে একসঙ্গে রুপোলি পর্দা মাতিয়েছেন তাঁরা। শোনা যায়, তাঁদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও ছিল। তবে জানেন কি, একসময় নাকি অমিতাভকে চড় মেরেছিলেন ওয়াহিদা!
সম্প্রতি একটি টিভি শো-তে এসে অমিতাভ বচ্চনকে চড় মারার গল্প বলেন ওয়াহিদা। একটি ক্রাইম ড্রামা ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ওয়াহিদা আর অমিতাভ। সেখানে একটি দৃশ্য ছিল অমিতাভকে চড় মারবেন ওয়াহিদা। শ্যুটিং-এর আগে তিনি নাকি অমিতাভকে বলেছিলেন, ‘আমি কিন্তু খুব জোরে চড় মারব অমিতাভজি!’ সত্যিই নাকি খুব জোরে চড় মেরেছিলেন ওয়াহিদা। চড় খেয়ে অমিতাভ নাকি বলেছিলেন, ‘খুব ভালো ছিল।’

ছবিটি পরিচালনা করেছিলেন সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত। ছবিতে ছিলেন বিনোদ খন্না ও অমরীশ পুরি। এই ছবিটিতে ওয়াহিদার অভিনয় প্রশংসিত হয়েছিল। এই ছবিটার জন্য জাতীয় পুরষ্কারও পেয়েছিলেন ওয়াহিদা।
Read More News
সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘গুলাবো-সিতাবো’।
https://www.instagram.com/p/Bvn7KxwnPUm/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
Sildenafilgenerictab News Bangla News Paper