তাহসানের প্রেমে শখ

সঙ্গীত দিয়ে ক্যারিয়ার শুরু হলেও এখন পুরোদস্তুর অভিনেতা তাহসান। দর্শকচাহিদার কারণে গানের চেয়ে নাটকে অভিনয় নিয়েই এখন তার ব্যস্ততা বেশি। তবে শ্রোতা-দর্শকদের কাছে গান ও অভিনয়- দু’মাধ্যমেই সমানভাবে জনপ্রিয় তিনি। অপরদিকে নতুন প্রজন্মের অভিনেত্রী আনিকা কবির শখ। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও তার উপস্থিতি বেশ লক্ষণীয়। অভিনয় আর সৌন্দর্য দিয়ে খুব অল্প সময়েই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি এ দুই তারকা প্রথমবারের মতো জুটি হয়ে একটি নাটকে অভিনয় করছেন। তানিন রহমানের রচনায় ‘তোমায় ভালোবেসে’ নামের এ নাটকটি পরিচালনা করছেন মোর্শেদ রাকিন। ফেসবুকে দু’জন ছেলেমেয়ের প্রেমের গল্প নিয়ে এগিয়ে যাবে নাটকটির কাহিনী। এতে অভিনয় প্রসঙ্গে শখ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাহসান ভাইয়ের গান ও অভিনয়ের ভক্ত। তাই প্রথমবারের মতো প্রিয় শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। এ ছাড়া নাটকটির গল্পও সমসাময়িক। আশা করি দর্শকরা নিরাশ হবেন না।
Read More News

তাহসান বলেন, ‘আমি বরাবরই বাছাই করা গল্পের নাটকে অভিনয় করে থাকি। এটিও তার ব্যতিক্রম নয়। শখের সঙ্গে এবারই প্রথম অভিনয় করছি। আশা করি ভালো কিছু হবে।’ গতকাল থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। শিগগিরই এটি কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *