পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন জয়া

গৃহবন্দি জীবন কাটছে জয়া আহসান। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বই পড়ছেন, সিনেমা দেখছেন, সৃষ্টিশীল কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত হওযার চেষ্টা করছেন। কিন্তু কোনো কিছুতেই মন বসছে না। তার ভাষায় জনস্বার্থে কিছু কাজ করছি। কিন্তু, সত্যি বলতে কোনো কাজে মন বসাতে পারছি না। খানিকটা সময় পার হতে না হতেই মন ছুটে যাচ্ছে। এক সময় মনে হতো বাড়িতে থাকা মানে বিলাসিতা। এখন এই বিলাসিতা দমবন্ধ এক পরিবেশের জন্ম দিয়েছে। স্ক্রিপ্ট, বই, সিনেমা কোনো কিছুর সঙ্গে একাত্ম হতে পারছি না। অখণ্ড অবসর আমার মনে বিরাট চাপ সৃষ্টি করছে। কত রকমের চিন্তা গ্রাস করছে।
Read More News

আজকাল কেমন আছি এই প্রশ্নের উত্তর দিতে পারি না, চুপ করে থাকি। আসলে, আমি কিংবা আপনি কেউ-ই ভালো নেই। এরকম দুর্যোগপূর্ণ অবস্থায় ভালো থাকার কথাও না।

মনে আছে, লেখক ফ্রান্সেস্কা মেলান্দ্রি বাকি দেশগুলোর উদ্দেশে লিখেছিলেন আমাদের দেশের এখন যা পরিস্থিতি দেখছি, তা-ই আপনাদের ভবিষ্যৎ, শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *