করোনার কারণে বিপর্যস্ত শিক্ষাপঞ্জি। দশ বছর ধরে দেশে শিক্ষাপঞ্জি অনুযায়ী চলা শিক্ষাব্যবস্থা করোনা ভাইরাসের কারণে ‘বিপর্যস্ত’ হয়ে গেছে। এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ঈদুল ফিতরের আগে চালু হচ্ছে না। সে হিসেবে লকডাউনে লণ্ডভণ্ড শিক্ষাপঞ্জি ফিরিয়ে আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দীর্ঘ এই ক্ষতি কিভাবে পোষানো হবে তার বিশ্লেষণ করছেন সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত সংসদ টেলিভিশনে ক্লাস প্রচার আর কিছু প্রতিষ্ঠানে অনলাইনে পড়াশোনা ছাড়া ক্ষতি পোষানোর দৃশ্যমান কোনো উদ্যোগই নেই। সংসদ টেলিভিশনে ক্লাস প্রচার নিয়ে রয়েছে নানামত।
Read More News
বর্তমানে সংসদ টেলিভিশনে যেসব ক্লাস প্রচার হচ্ছে তাতে পিছিয়েপড়া স্কুলের কিছু শিক্ষার্থী উপকৃত হলেও শহর অঞ্চলের শিক্ষার্থীদের কোনো লাভ হবে না। কারণ টেলিভিশেন যেসব ক্লাস প্রচার হচ্ছে শহর অঞ্চলের শিক্ষার্থীরা পড়ে ফেলেছেন।
তবে শিক্ষামন্ত্রী দিপুমনি বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সব পরীক্ষা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফল প্রকাশ করা হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
অঘোষিত লক ডাউনের প্রায় এক মাস পার হল। মানুষের স্বাভাবিক জীবন, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি হুমকির মুখে দেশের শিক্ষা ব্যবস্থাও। গত কয়েক বছর ধরে এপ্রিলে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, যা ভোগাচ্ছে শিক্ষার্থীদের। তবে তাদের প্রস্তুতি ঠিক রাখার পরামর্শ দিয়ছেন শিক্ষামন্ত্রী ও বোর্ড সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের জানানো হবে পরীক্ষার পরবর্তী তারিখ।
এই বিশ্ব সংকটে পরিস্থিত বিবেচনায় শিক্ষার্থী অভিভাবকদের ধৈর্য রাখার পাশাপাশি বাড়িতে অবস্থানের পরামর্শও তাদের।
 Sildenafilgenerictab News Bangla News Paper
Sildenafilgenerictab News Bangla News Paper